ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র

ঢাকা: রোহিঙ্গাসহ সবার মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংসতায় যুক্তরাষ্ট্র ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা কার্যক্রম অব্যাহত রাখবে।

 

চার বছর আগে ২৫ আগস্ট বাংলাদেশে ঢল নেমেছিল রোহিঙ্গাদের। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেছিলেন রোহিঙ্গারা।  

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশে রোহিঙ্গাদের আসার চার বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এসব কথা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা নৃশংসতায় যুক্তরাষ্ট্র মিয়ানমারের শীর্ষ সামরিক নেতৃবৃন্দ এবং ইউনিটগুলোর ওপর ভিসা ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির অনুসন্ধানমূলক প্রক্রিয়াকেও সমর্থন করেছে। মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর অধিকার রক্ষার লক্ষ্যে জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) ১৯৮২ সালের নাগরিকত্ব আইন সংস্কারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাসহ সব মানুষের মানবাধিকার রক্ষায় এ পদক্ষেপ ভূমিকা রাখবে। শান্তি, ন্যায়বিচার, গণতন্ত্রের পথে প্রত্যাবর্তন, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানাতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চার বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ জাতিগত নির্মূল অভিযান শুরু করে। সেদিন সামরিক বাহিনীর অত্যাচারের নিষ্ঠুরতা আন্তর্জাতিক সম্প্রদায়কে হতবাক করেছিল। রোহিঙ্গারা এরই মধ্যে কয়েক দশকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে এবং আজও তা অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানায়। একইসঙ্গে ভিকটিমদের জন্য ন্যায়বিচারের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেন রোহিঙ্গারা। এরপর গত চার বছরে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।