ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে এনএসআই’র ভুয়া উপ-পরিচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
ফরিদপুরে এনএসআই’র ভুয়া উপ-পরিচালক আটক

ফরিদপুর: ফরিদপুরে ছানোয়ার হোসেন (৩৬) নামে এক এনএসআই’র ভুয়া উপ-পরিচালককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে জেলা সদরের কানাইপুরের মৃগী এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ছানোয়ার ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। খবর পেয়ে ফরিদপুরের এনএসআই’র অফিসার ও জেলা ডিবি পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ওই এনএসআই’র ভুয়া উপ-পরিচালককে আটক করা হয়। ছানোয়ার ফরিদপুরের কানাইপুরের মৃগী এলাকার আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, ছানোয়ার ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। পুলিশ ও এনএসআই’র যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, ছানোয়ারকে আটকের পর জিজ্ঞেসাবাদ চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।