ফরিদপুর: ফরিদপুরে ছানোয়ার হোসেন (৩৬) নামে এক এনএসআই’র ভুয়া উপ-পরিচালককে আটক করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে জেলা সদরের কানাইপুরের মৃগী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ছানোয়ার ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। খবর পেয়ে ফরিদপুরের এনএসআই’র অফিসার ও জেলা ডিবি পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ওই এনএসআই’র ভুয়া উপ-পরিচালককে আটক করা হয়। ছানোয়ার ফরিদপুরের কানাইপুরের মৃগী এলাকার আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, ছানোয়ার ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। পুলিশ ও এনএসআই’র যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, ছানোয়ারকে আটকের পর জিজ্ঞেসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এনটি