পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে অটোরিকশার ধাক্কায় মেহেরাব হোসেন (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই শিশুটি উপজেলার চিরাপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের ডুমঝুড়ি গ্রামের শাহ জামাল হোসেনের ছেলে।
ওই ইউনিয়নের ইউপি সদস্য মো. হেমায়েত হোসেন বাংলানিউজকে জানান, শিশুটি গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এনটি