ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘প্রাণিসম্পদ সচিবের পিএস অতিরঞ্জিত করেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
‘প্রাণিসম্পদ সচিবের পিএস অতিরঞ্জিত করেছে’

ঢাকা: প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের মায়ের চিকিৎসার সময় হাসপাতালে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের বিষয়টি সচিবের পারসোনাল সেক্রেটারি (পিএস) ‘অতিরঞ্জিত’ করেছেন বলে মন্তব্য করেছেন একজন সরকারি কর্মকর্তা।

ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. কাজী রফিকুজ্জামান মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে ওই কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আলাপ করেন।

কথোপকথনের ওই অডিও বাংলানিউজের হাতে এসেছে।  

কাজী রফিকুজ্জামান ওই কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, স্যারের (প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ) মায়ের অসুস্থতার বিষয়ে দায়িত্ব-টায়িত্ব নিয়ে ইমম্যাচিউরিটি হয়েছে। কারো স্বার্থে একটু লাগলেই...।

জবাবে ওই কর্মকর্তা বলেন, এটা তো পিএস-এর দোষ। পিএস অতিরঞ্জিত করেছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনা ইউনিটে চিকিৎসাধীন প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের মায়ের চিকিৎসায় এক উপসচিবসহ ২৪ কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব পালনের লিখিত নির্দেশনা প্রদানের খবর গণমাধ্যমে প্রকাশের পর ২৪ আগস্ট থেকে শুরু হয়েছে নানা রকম আলোচনা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মায়ের চিকিৎসা সেবার কাজে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব দিয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি দেওয়া হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

অন্যদিকে সচিবের একান্ত সচিব (পিএস) আজিজুল ইসলাম ওই ২৪ কর্মকর্তা-কর্মচারীর হাসপাতালে দায়িত্ব সমন্বয় করার কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, তালিকার (২৪ জনের দায়িত্ব পালন সংক্রান্ত) বিষয়ে আমি কিছুই জানি না। সচিব স্যার ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, এরপর আমার আর বলার কিছু থাকে না।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।