ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

আনসার-আল ইসলামের সংগঠক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
আনসার-আল ইসলামের সংগঠক গ্রেফতার

ঢাকা: মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সংগঠক ও সক্রিয় সদস্য মো. আজিজুর রহমান জাহিনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৫ আগস্ট) ভোরে মৌলভীবাজার সদর মডেল থানার জগন্নাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় আনসার-আল ইসলামের অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, বিপুল পরিমাণ উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশল বিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফট কপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেড বই জব্দ করা হয়েছে।

এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতার আজিজুর রহমান জাহিন তার ফেসবুক আইডি ব্যবহার করে উগ্রপন্থি মতবাদ, গণতন্ত্র ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণা চালাতেন। এর মাধ্যমে সহযোগীদের জঙ্গিবাদী কার্যক্রমে উদ্ধুদ্ধ, জিহাদের প্রশিক্ষণের আহ্বান, সদস্য সংগ্রহ এবং বিভিন্ন উগ্রবাদী বই, স্ক্রিনশট ও উগ্রবাদী ভিডিও দেওয়া-নেওয়া হতো।

তারা নিয়মিতভাবে গোপনে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে এবং অনলাইনে আনসার-আল ইসলামের উগ্রপন্থি মতাদর্শ প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন সিকিউরড অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন।

গ্রেফতার আজিজুর রহমান জাহিন ও তার পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা (নম্বর-৩৫) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।