নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের ইয়ার্ড থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে পার্বতীপুর রেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পড়নে ছিল জিন্সের প্যান্ট ও চেক শার্ট। তবে কিশোরের পরিচয় পাওয়া যায়নি। সকালে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তানঞ্জিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, ধারণা করা হচ্ছে কিশোরকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্ব্বিত্তরা দুর্বৃত্তরা রেলস্টেশনের দক্ষিণ দিকে হলদীবাড়ী রেলওয়ে কলোনী ইয়ার্ডে। কিশোরের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানতে কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
কেএআর