ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রলারডুবিতে দুই শিক্ষক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
ফরিদপুরে ট্রলারডুবিতে দুই শিক্ষক নিখোঁজ

ফরিদপুর: ফরিদপুরে ট্রলার ডুবিতে দুই শিক্ষক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর সদরের তাইজউদ্দীন মুন্সীর ডাঙ্গী এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

 

জানা যায়, ফরিদপুর শহর থেকে বিকেল ৩টায় ট্রলার ভাড়া করে নৌভ্রমণ করতে পদ্মায় যান ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতে তাইজউদ্দিন মুন্সীর ডাঙ্গী এলাকায় নদীর ঘাটের তিন নম্বর পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামে দুই শিক্ষক নিখোঁজ হন।  

ফরিদপুরের ডিক্রির চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, নিখোঁজ শিক্ষকদের উদ্ধারে এলাকাবাসী কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।