চাঁপাইনবাবগঞ্জ: বেশ কয়েকদিন আগে দুর্ঘটনায় আমার ছেলের পায়ের রগ ছিঁড়ে গেছে, মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকার পঙ্গু হাসাপাতালে অপারেশন হওয়ার কথা থাকলেও হলোনা। ছেলের অপারেশনের জন্য একটা গরু আর পাওয়ার টিলার বিক্রি করে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে ঢাকায় যাওয়ার পথে ডাকাতরা সব কেড়ে নিয়েছে।
বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের রশিদা বেগম (৪৩)।
এর আগে, সোমবার (২৩ আগস্ট) রাতে ভোলাহাটের ফলিমারির বিলে ডাকাতের কবলে পড়ে তিনি। এ সময় তার কাছে থাকা অর্থ ও স্বর্ণ লুট করে নেয় ডাকাতরা। এখন একদিকে ছেলে ঢাকার পঙ্গু হাসপাতালের মায়ের অপেক্ষায় চিকিৎসার জন্য মেঝেতে শুয়ে প্রহর গুনছেন।
অন্যদিকে, রশিদা বেগম আহত হয়ে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
রাশিদা বলেন, শুধু আমি নয় আমার মত সেদিন অনেকেই একই ভাবে ডাকাতের কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন। ২ ঘণ্টা ধরে ৩৩টি যানবহনে ডাকাতি হলেও সেদিন কেউ এগিয়ে আসেনি আমাদের রক্ষা করতে। পুলিশ আসে ঘটনা ঘটনার অনেক পরে।
ঘটনার বিবরণ দিয়ে কয়েকজন ভুক্তভোগী জানান, ঘটনার দিন চলন্ত বাস হঠাৎ দাঁড়িয়ে গেলো মাঝ পথে। বাসের সামনে ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে বাসে উঠে গেলো। তারপর হাসুয়ার এক আঘাতেই চালক নিশ্চুপ। উল্টো হাসুয়া দিয়ে কয়েকজনের ঘাড়ে আর পিঠে অন্তত ১০ টা বাড়ি (আঘাত) দিয়েছে।
তারা আরও জানান, বার বার ডাকাতরা বলছিল হাতে সময় মাত্র ২ ঘণ্টা। এর মধ্যে সব অপারেশন শেষ করতে হবে। তাই যারা ডাকাতদের ডাকে সাড়া দিতে দেরি করেছে তাদেরকেই নির্যাতনের শিকার হতে হয়েছে। ডাকাতরা স্থানীয় এবং এ ঘটনায় পুলিশ সহযোগিতা করেছে বলে দাবি করেন তারা।
এদিকে ঘটনার পর ভোলাহাট থানায় নাইট কোচ সাথি এন্টারপ্রাইজের সুপারভাইজার রফিকুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাজশাহী সি আই ডি ব্যাঞ্চের একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এদের পাশাপাশি পুলিশ, র্যাব এবং গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও র্যাব ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক লাল্টু মিয়াসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
লাল্টু মিয়া সম্পর্কে জামবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরন ইসলাম জানান, জামবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক লাল্টু মিয়া (৩৪) মহসীন আলীর ছেলে । আগে অটোরিকশা চালালেও বর্তমানে তিনি কোন কাজ করেননা। পিতার উর্পজনের ওপর ভর করেই তার (লাল্টু) দিন চলে।
গ্রেফতার অন্যরা হলেন, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি এলাকার আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), একই এলাকার ইউসুফ আলীর ছেলে আবদুল জাব্বার (২২) এবং আব্দুস শুকুর আলীর ছেলে মোকলেশুর রহমান (৪৮)।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার জানান, ডাকাতির ঘটনায় পুলিশের পক্ষ থেকে আপতত কোনো নতুন তথ্য নেই। পুলিশের অভিযান ও তদন্ত নিজস্ব গতিতে চলছে। দ্রুত এ নিয়ে একটি ভালো খবর গণমাধ্যমকে জানানো হবে।
প্রসঙ্গত, সোমবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ফলিমারির বিলে ৩টি নাইট কোচসহ ৩৩টি বিভিন্ন ধরনের যানবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ২০ জন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেছেন ৬ থেকে ৮ জন। ভোলাহাট পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এনটি