ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

উজানের পানিতে তলিয়েছে ফুলগাজী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
উজানের পানিতে তলিয়েছে ফুলগাজী প্লাবিত এলাকা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভারতীয় উজান থেকে আসা পাহাড়ি ঢলে আন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে ফুলগাজী উপজেলা সদর।

দোকানপাটে ঢুকে পড়েছে বানের পানি। হাঁটু পরিমাণ পানিতে ডুবে আছে রাস্তা।

বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থানেও ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি ও পরশুরামের একটি গ্রাম প্লাবিত হয়েছে।

উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটায় পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া ও পরশুরামের বাউরখুমা গ্রাম প্লাবিত হয়েছে।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ার বিষয়ে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রাত সাড়ে আটটার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে।

ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধের একটি স্থানে ভাঙনের ফলে সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও পরশুরামের কিছু অংশ প্লাবিত হয়েছে।  

পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, বিকেলে পানির প্রবাহ বেশি ছিল। দুপুরে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা আছে। পানি নেমে গেলেই আমরা ভাঙা বাধের মেরামত করতে শুরু করবো।  

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।