বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানায়, জব্দ করা এসব ইয়াবার আনুমানিক চার কোটি পাঁচ লাখ টাকায় বিক্রি হতো।
বুধবার (২৬ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন বৈদ্যছড়া পাড়ার আবদুর রশিদের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কৌশলে মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আলমগীর হোসেন জানান, আনোয়ারের সিন্ডিকেটে আর কেউ জড়িত কিনা, সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসআই