ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
উল্লাপাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক মং ওয়াইচিং মারমা (৩৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া শিকারড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মং ওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রূ মারমার ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে চড়িয়া শিকার এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর প্রধান কার্যালয়ের সামনে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক মং ওয়াইচিং ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন চালকের সহকারীসহ পাঁচজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।