মাদারীপুর: মাদারীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে শহরের পুরানবাজারের কাজীরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাতে ওই এলাকার সেতু কম্পিউটার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের চিৎকার চেঁচামেচিতে বাণিজ্যিক এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে সেতু কম্পিউটার, খগেন মিস্টান্ন ভান্ডার, সিদ্দিক স্টোর, মঈন সুজ স্টোরসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন, মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এমআরএ