ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রফিকুল ইসলাম রাশেদ (৩৭) ও মুক্তার হোসেন (৪০)। তারা দু’জনই কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার বাসিন্দা।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাশেদ ও মুক্তার বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাংশার কুড়াপাড়ায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কা খায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মুক্তার ও রাশেদ। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অনেকগুলো ব্রিজের নির্মাণ কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।