মাদারীপুর: মাদারীপুরে নিখোঁজের ৫ দিনপর শিহাব (১০) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে কুমার নদে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহটি উদ্ধার করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার বলেন, শনিবার (২১ আগস্ট) দুপুরে বাড়ির পাশের কুমার নদীতে শিশুটি গোসল করতে গিয়ে ডুবে যায়। দুইদিন নদীতে অনেক খোঁজাখুজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারিনি। শিশুটি যে স্থানে গোসল করতে নেমেছিল তার অনেক দূরে বৃহস্পতিবার সকালে নদীর এক প্রান্তে শিশুটির মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এনটি