ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

আজিমপুরে পানিতে ডুবে ২ পথশিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
আজিমপুরে পানিতে ডুবে ২ পথশিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে পুকুরের পানিতে ডুবে লতা (১১) ও রাজিয়া (১০) নামে দুই পথশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথশিশু সুজন ও মমিনুল হাসান জানায়, দুপুরে লতা, রাজিয়াসহ বেশ কয়েকজন স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর লতা ও রাজিয়া পানিতে তলিয়ে যায়। পরে তারা লতাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজিয়াকে আজিমপুর মেটানিটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লতার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

মৃত লতার মা মুক্তা আক্তার জানান, তারা কামরাঙ্গীরচর ৬ নম্বর গলিতে থাকেন। দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার বড় লতা। তার বাবার নাম জয়নাল। পরিবারের সবাই আজিমপুর কবরস্থানে ভিক্ষাবৃত্তি করেন। অপরজন রাজিয়াও ভিক্ষাবৃত্তি করতো।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, পুকুরে গোসল করতে নেমে দুই পথশিশুর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। একজন আজিমপুর মেটানেটি হাসপাতাল ও অপরজনের ঢামেক হাসপাতালে মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, আজিমপুর এলাকায় পুকুরে গোসল করতে নেমে দুই পথশিশু নিখোঁজ সংবাদের পরিপ্রেক্ষিতে আমাদের লোকজন প্রস্তুতি নিয়ে যাওয়ার সময় ফোন আসে তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।