ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শাজাহানপুরে ৩৯ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
শাজাহানপুরে ৩৯ কেজি গাঁজাসহ আটক ২ আটক দু’জন

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার এলাকায় আলু বোঝাই একটি পিকআপভ্যান থেকে ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদ্যসরা।

বৃহষ্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প।

আটকরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নুসরত নাখেন্দা এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মোতালেব ওরফে সাদ্দাম (২৩) ও নীলের কুঠি এলাকার হোসেনের ছেলে হযরত আলী (৪০)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরের দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে লালমনিরহাট-নাটোর অভিমুখে যাত্রা করা একটি পিকআপভ্যান থেকে ৩৯ কেজি গাঁজাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। জব্দ করা হয় পিকআপভ্যান ও এতে থাকা ৩৩ বস্তা আলুও।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।