ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) বিশেষ তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছে এনআরবিসি ব্যাংক।
বুধবার (২৫ আগস্ট) বরিশালের উজিরপুরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ৬০০ জন দুস্থ ও অসহায়কে সর্বমোট ১২ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দিয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণে আর্থিক ক্ষতির মুখে পড়া মানুষের সহায়তার করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এই বিশেষ সিএসআর তহবিল গঠন করেছে এনআরবিসি ব্যাংক। এই তহবিলের আওতায় ক্ষতিগ্রস্তদেরকে জনপ্রতি ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক করোনা ভাইরাস অতিমারির শুরু থেকেই দেশের বিভিন্ন হাসপাতাল ও জরুরি কাজে নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মেডিক্যাল যন্ত্রপাতি দেওয়া, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে।
এছাড়া, প্রথাগত ব্যাংকিং এর পাশাপাশি গ্রাহক ও সাধারণ মানুষের ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবায় কলসেন্টারসহ চালু করেছে ভার্চুয়াল ‘হেলথ ডেস্ক’।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কেএআর