কুমিল্লা: কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশায় থাকা দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ তিনজন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার কমলপুর গ্রামের তাসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার শাহাপুর এলাকার গৃহবধূ মমতাজ আক্তার (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোয়ালমথন এলাকায় কুমিল্লা শহরগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই নারী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন শিশুসহ তিনজন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি দেবাশীষ চৌধুরী জানান, স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার আগেই পালিয়ে গেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসআই