ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পানির নিচে আশ্রয়ণ প্রকল্পের ঘর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
পানির নিচে আশ্রয়ণ প্রকল্পের ঘর 

নড়াইল: পানিতে ভাসছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর। ফসলের বিলের মধ্যে নির্মিত নড়াইলের কালিয়ার আটঘরিয়া আশ্রয়ণ প্রকল্পের ১৮টি পরিবারের প্রায় শতাধিক মানুষ রয়েছেন পানিবন্দি অবস্থায়।

 

তাদের অভিযোগ, অসহায় পরিবারগুলো উপহারের ঘর পেয়েও পারছে না নিরাপদে বসবাস করতে বলে রয়েছে। অন্যের বাড়িতে রাত কাটানোসহ যেখানে সেখানেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হচ্ছে তাদের। পৌঁছায়নি বিদ্যুতের আলো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, জমি নেই, ঘর নেই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ন নীড়’ হিসেবে গত অর্থ বছরে কালিয়া উপজেলার ইউনিয়নগুলোতে সরকারি খাস জমিতে ২৫০ পরিবারে জন্য ‘স্বপ্ন নীড়’ নির্মাণ করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো ছিন্নমূল উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলার চাঁচুড়ী ইউপির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হিরক বলেছেন, পানিবন্দি হওয়ায় আশ্রয়ণের বাসিন্দারা সাময়িক অসুবিধায় রয়েছেন। তাদের সমস্যার সমাধানের চেষ্টা  চলছে।  

কালিয়া উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম বলেন, বিষয়টি উচ্চ মহলকে জানানো হয়েছে। এটা বৃষ্টির পানি, পানি নামলেই আমরা রিং বাঁধ তৈরি করে সমস্যা সমাধান করে ফেলবো।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৬৪০, আগস্ট ২৬, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।