ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
নাগেশ্বরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ গাঁজাসহ গ্রেফতার দু’জন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ওই উপজেলার নেওয়াশী গোবর্দ্ধনকুটি মোল্লাপাড়া গ্রামের শহিদুল ইসলাম তালুকদার শাহীন (৪৫) ও পিকআপভ্যান চালক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিগ্রামের সাইফুল ইসলামের ছেলে আঙ্গুর ইসলাম (২২)।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নিমাইয়ের পাট কালীমন্দির এলাকায় সন্দেহজনক একটি পিকআপভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির কেবিনে পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা জব্দসহ দু’জনকে গ্রেফতার করা হয়।  

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডল বাংলানিউজকে জানান,  গ্রেফতার দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।