ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় মৎস্য চাষির ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
তারাকান্দায় মৎস্য চাষির ঝুলন্ত মরদেহ উদ্ধার  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর বাজার এলাকায় নিজ ঘর থেকে রাশেদ মিয়া (৩২) নামে মৎস্য চাষি এক ঝুলন্ত মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাশেদ ওই উপজেলার মধুপুর বাজার এলাকার মো. এরশাদ আলীর ছেলে।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তপণ চন্দ্র বাংলানিউজকে জানান, নিজ ঘর থেকে মৎস্য চাষি রাশেদের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না হত্যা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।