পটুয়াখালী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহমুদের কবরসহ গলাচিপা ডাকুয়া ইউনিয়নের ফুলখালীর নদী ভাঙন এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে গলাচিপা উপজেলার ডাকুয়া এলাকার রামনাবাদ নদীর ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহীন, উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ, গলাচিপা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার।
এসময় গণমাধ্যম প্রতিনিধি পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আবদুস সালাম আরিফ, গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম ও এসএ টিভির জেলা প্রতিনিধি জহিরুল, আজকের বিজনেস বাংলাদেশের হাসিবুর রহমান, ঢাকা পোস্টের মহিবুল্লাহ চৌধুরী, আজকের পত্রিকার মো. মহিবুল্লাহ, দৈনিক এই বাংলার রায়হান আহমেদসহ আলতাফ মাহমুদের ভাগ্নে মো. মঈনুদ্দিন এবং আলতাফ মাহমুদের ছোট ভাই আনোয়ার প্রমুখ।
প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। তিনি ২০১৬ সালের ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সাংবাদিক ফোরামের নেতা, একজন দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা ছিলেন।
পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, আজ আমরা সরজমিন পরিদর্শনে আসলাম। ভাঙন রোধে এখানে স্থায়ী কাজ করা হলে, একটি টেকসই পরিকল্পনার মাধ্যমে ঐতিহাসিক কবর স্থান সহ বিভিন্ন স্থাপনা, রাস্তা ঘাট রক্ষা করা যাবে। প্রায় ২ কিলোমিটার জায়গা জুড়ে নদীর তীর ভাঙন যা বেড়িবাধ থেকে ১০০ থেকে ১৫০ মিটার দূরে অবস্থিত। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখানে ডিপিপির মাধ্যমে কাজ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এনটি