ঢাকা: দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে মীর সিমেন্টের উদ্যোগে সোমবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাগুরা ডিসি অফিসে জেলা প্রশাসকের নিকট মাগুরার সাধারণ মানুষের জন্য ৭০টি অক্সিজেন সিলিন্ডার এবং এন-৯৫ মাস্ক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, মীর গ্রুপের চীফ রিলেশন অফিসার মো।
অনুষ্ঠানে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জাহির বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা লাঘবের জন্য মীর সিমেন্ট সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও মীর সিমেন্টের পক্ষ থেকে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কেএআর