ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর বাজার এলাকা থেকে রাশেদ মিয়া (৩২) নামে এক মৎস্য চাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে ওই এলাকার খোকন ড্রাইভারের বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র বাংলানিউজকে বলেন, রাশেদ নিজ ঘরের ধর্ণায় ঝুলে আত্মহত্যা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এনটি