ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় মৎস্য চাষির মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
তারাকান্দায় মৎস্য চাষির মরদেহ উদ্ধার 

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর বাজার এলাকা থেকে রাশেদ মিয়া (৩২) নামে এক মৎস্য চাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে ওই এলাকার খোকন ড্রাইভারের বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

রাশেদ মধুপুর বাজার এলাকার মো. এরশাদ আলীর ছেলে।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র বাংলানিউজকে বলেন, রাশেদ নিজ ঘরের ধর্ণায় ঝুলে আত্মহত্যা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।