ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধের দাবি ছবি: বাংলানিউজ

ঢাকা: সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে সদরঘাট ফুটওভার ব্রিজের নিচে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করা হয়।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের নির্বাহী সদস্য আনিছুর রহমান পাটোয়ারীর সভাপতিত্ব এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম সমীর, সংগঠনের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, আফসার আলী, শাহিনা আক্তার, রাকিব হোসেন, দ্বীন ইসলাম, আদু মিয়া প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, লকডাউন শেষে রাজনৈতিক ছাত্রছায়ায় স্বার্থন্বেষী মহল সিটি করপোরেশনের নামে ফুটপাতে চাঁদাবাজি করছে। এ চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এ চাঁদাবাজদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে হকার্স ইউনিয়ন।

নেতারা আরও বলেন, করোনা মহামারির লকডাউনের সময় সরকার কর্মহীন হকারদের প্রণোদনা ও বিনা সুদে লোন দেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে কোনো হকার সরকারি প্রণোদনা ও ব্যাংক লোন পায়নি। লকডাউনের সময় হকার শ্রমিকদের ব্যবসায়িক পুঁজি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে পুঁজির অভাবে ব্যবসা করতে পারছেন না।
সমাবেশ থেকে নেতারা করোনা সংকটের সময় হকারদের ব্যবসার পুঁজির জন্য বিনা সুদে ৫০ হাজার টাকা ব্যাংক ঋণ দেওয়ার দাবি করেন।

সমাবেশ শেষে হকার্স ইউনিয়নের উদ্যোগে সদরঘাট, বাংলাবাজার, বাহাদুরশাহ পাক এলাকায় হকার ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।