ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় জহিরুল ইসলাম সোহাগ (২৪) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ উপজেলার একই ইউনিয়নের নবগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বোনের বিয়ের কেনাকাটার জন্য মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদীতে যাচ্ছিলেন সোহাগ। পথে একটি দ্রুতগতির ট্রাককে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।