ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাংসদ জাহিদ আহসান রাসেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২
সাংসদ জাহিদ আহসান রাসেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা: বর্তমান জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য জাহিদ আহসান রাসেল এমপি’র বিবাহোত্তর সংবর্ধনা গত ৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিকনেতা এবং গাজীপুরের জনপ্রিয় সাংসদ শহীদ আহসানউল্লাহ মাস্টারের জ্যেষ্ঠপুত্র জাহিদ আহসান রাসেলের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন মুন্সীগঞ্জের মেয়ে তাহেরা খাদিজা তান্নি।

তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি আমিনুর রহমান খানের কনিষ্ঠ কন্যা।

সীমিত পরিসরে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে আওয়ামীলীগের সিনিয়র নেতা, মন্ত্রী, এমপি, সামরিক-বেসামরিক ঊর্দ্ধতন কর্মকর্তা, জাতীয় সংবাদ মাধ্যমগুলোর সম্পাদক ও সিনিয়র সাংবাদিকসহ দলীয় কর্মী এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

নবদম্পতি তাদের সুখী-সমৃদ্ধ সংসার জীবনের জন্য সবার দোয়া ও শুভ কামনা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।