ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

দাকোপে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
দাকোপে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু 

খুলনা: খুলনার দাকোপ উপজেলায় বজ্রপাতে মো. আমজাদ গাজী (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সুতারখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আমজাদ গাজী ওই এলাকার বাসিন্দা।

নিহত আমজাদ গাজীর নাতী আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে বৃষ্টির সময় দাদা নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন। বৃষ্টি বাড়লে তিনি বিলের পাশে একটি গাছের নিচে দাঁড়িয়ে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।