খুলনা: খুলনার দাকোপ উপজেলায় বজ্রপাতে মো. আমজাদ গাজী (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সুতারখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ গাজীর নাতী আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে বৃষ্টির সময় দাদা নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন। বৃষ্টি বাড়লে তিনি বিলের পাশে একটি গাছের নিচে দাঁড়িয়ে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এমআরএম/এসআরএস