ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বয়স্ক ভাতায় আয়েশার জীবনে আশার আলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
বয়স্ক ভাতায় আয়েশার জীবনে আশার আলো

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের আয়েশা বেগমের (৭৫) স্বামী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। ১০ বছর ধরে নিখোঁজ একমাত্র ছেলেটিও।

মানসিক প্রতিবন্ধী মেয়ে হোসনা খাতুনকে নিয়ে এখন তার সংসার।
 
নেই ঘর, বাড়ি। ছিল না জন্মনিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রও। এজন্য পাচ্ছিলেন না সরকারি ভাতা। আয়েশা বেগমের এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নজরে আসে। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
 
পরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন ও সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে রোববার সকালে অসহায় বৃদ্ধা আয়েশার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন।
 
ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, বৃদ্ধা আয়েশা সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করতেন। তাকে বয়স্ক ভাতা কার্ড দেওয়া হয়েছে। শিগগির তিনি ভাতা পেতে যাচ্ছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য সহযোগিতাও করা হচ্ছে।
 
আয়েশা বেগম তার প্রতিক্রিয়ায় জানান, মেয়ের চিকিৎসা ও সংসার চালাতে অনেক কষ্ট করতে হয়। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে মা-মেয়ের দিন কাটতো। এবার বয়স্ক ভাতার কার্ড পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন আয়েশা বেগম।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।