শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চরপাতাং এলাকা থেকে আব্দুর রব হাওলাদার নামে এক আওয়ামী লীগ নেতা ও তার প্রতিবেশী বাবুল সরদারের বাড়ি থেকে ৫২ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
সোমবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে এ চাল জব্দ করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই চাল জব্দ করা হয়। তারা যেসব কাগজপত্র দেখিয়েছে তা বিধিসম্মত নয়। পরে শরীয়তপুর জেলা খাদ্য কর্মকর্তা নুরুল হকও ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন।
এদিকে প্রতারণা করে বাজারে বেশি দামে বিক্রির জন্য এসব চালের বস্তা খুলে বিভিন্ন কোম্পানির নামের বস্তায় ২৫ কেজি করে চাল প্যাকেট করে সেলাই করা হচ্ছিল বলেও জানা গেছে।
এ ব্যাপারে শরীয়তপুর জেলা খাদ্য কর্মকর্তা নুরুল হক বলেন, পুলিশের কাছ থেকে ব্যবসায়ী আব্দুর রব হাওলাদার চাল কিনেছেন, এ মর্মে তার কাছে একটি প্রত্যায়নপত্র আছে। আমরা চালগুলো আটক রেখেছি। বিষয়টি খতিয়ে দেখব।
এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুর রব হাওলাদার বলেন, এ চাল আমি ব্যবসার জন্য পুলিশ লাইন থেকে কিনেছি। আমার কাগজপত্র আছে। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আংগারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। এ কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এদিকে শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আরএ