ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পরকীয়ায় মশগুল স্বামীকে স্ত্রী-সন্তানের কাছে ফিরিয়ে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
পরকীয়ায় মশগুল স্বামীকে স্ত্রী-সন্তানের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ঢাকা: নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার এক ব্যক্তি স্ত্রী থাকা সত্যেও অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জেনে গেলে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।

স্বামী ছেড়ে চলে যাওয়ায় সন্তানকে নিয়ে বিপাকে পড়েন তার স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর স্বামীকে না পেয়ে স্ত্রী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর দারস্থ হন। পরে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে খুঁজে বের করে স্ত্রী-সন্তানের কাছে ফিরিয়ে দেয়।

সোমবার (৩০ আগস্ট) পুলিশ সদর দপ্তরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এআইজি সোহেল রানা বলেন, ওই গৃহবধূ বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে লিখেছিলেন, তার একটি ছেলে সন্তান রয়েছে। তার বয়স এক বছর। সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পর থেকে তার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একদিন অপরিচিত ওই মেয়ের সঙ্গে তার স্বামীকে তিনি আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় প্রতিবাদ জানান স্ত্রী। সেই থেকে স্বামী ও স্ত্রীর সম্পর্ক খারাপ হতে থাকে। এক পর্যায়ে তার স্বামী তাকে এবং তার সন্তানকে ফেলে রেখে চলে যান। প্রায় এক বছর তিনি তার স্বামীকে বিভিন্ন স্থানে খুঁজেছেন। স্বামীর আত্মীয়-স্বজনরাও তাকে সহযোগিতা করেননি। কোনো ভাবেই স্বামীকে খুঁজে পায়নি ওই নারী। শিশুসন্তানকে নিয়ে সীমাহীন অসহায়ত্বের মধ্যে দিনযাপন করছিলেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি ওই নারী জানতে পারেন তার স্বামী রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। পরে তিনি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বিষয়টি জানিয়ে পুলিশের সহযোগিতা চান। তবে তিনি কোনো মামলা করতে চান না। তিনি চান তার স্বামী তাকে ও তার সন্তানকে নিয়ে সংসার করুক।

সোহেল রানা বলেন, গৃহবধূর স্বামীকে খুঁজে বের করে তাকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা দিতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে গৃহবধূকে জানানো হয়েছে তিনি অভিযোগ করলে তার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। কিন্তু তিনি তাতে রাজি হননি। তার ইচ্ছা অনুযায়ী স্বামীকে খুঁজে বের করে সংসারে ফিরিয়েছে পুলিশ।

সংসার রক্ষা করতে স্বাভাবিক আইনি প্রক্রিয়া অবলম্বনের পাশাপাশি উভয় পক্ষকে প্রয়োজনীয় কাউন্সিলিংও করেছে পুলিশ বলেও জানান সোহেল রানা।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।