ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

৯৯৯-এ ফোন দিয়ে ধর্ষককে ধরিয়ে দিলেন তরুণী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
৯৯৯-এ ফোন দিয়ে ধর্ষককে ধরিয়ে দিলেন তরুণী

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে ধষর্ণের পর ৯৯৯-এ ফোন দিয়ে ধর্ষক শেখ সোহেল রানাকে (৩৯) পুলিশে ধরিয়ে দিলেন এক নির্যাতিতা।  

রোববার (২৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শেখ সোহেল রানা ওই গ্রামের মজর আলীর ছেলে।

সোমবার  (৩০ আগস্ট) বিকেলে নবাবগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার গভীর রাতে এক তরুণী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন, সোহেল রানা নামে তার এক নিকটাত্মীয় তাকে ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে রাত ১টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে সোহেল রানা আটক করে।  

তিনি আরো জানান, এ ঘটনায় সোমবার সকালে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। শেখ সোহেল রানাকে সকালেই ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষাসহ আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।