লালমনিরহাট: গৃহকর্তার অমানুষিক নির্যাতনের শিকার হাসিনা (৭) নামে এক শিশু গৃহকর্মী। শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গৃহকর্মী হাসিনা একই জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম বলায়েরহাট এলাকার হতদরিদ্র হাছেন আলীর মেয়ে।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানায়, এক বছর আগে আদিতমারী উপজেলার তালুক দুলালী গ্রামের হোসেন আলীর ছেলে পুলিশ পরিদর্শক আজহার আলী সুমন তার ঢাকার বাসায় গৃহকর্মী হিসেবে হাসিনাকে নিয়ে যান। তাকে নেওয়ার পর থেকে গত এক বছরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। বরং কারণে-অকারণে শিশুটির ওপর শারীরিকভাবে নির্যাতন চালানো হতো। রোববার (২৯ আগস্ট) অপরিচিত একজন পুলিশ কনস্টবলের মাধ্যমে অসুস্থ শিশু গৃহকর্মী হাসিনাকে তার বাড়িতে পাঠান ওই গৃহকর্তা আজহার আলী। বাড়ি পৌঁছে শিশুটি তার ওপর চালানো নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেয় পরিবারের কাছে। তার সারা শরীরের নির্যাতনের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন অসুস্থ শিশুটিকে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানায় শিশুটির পরিবার।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. গোলাম মোর্শেদ দোলন বাংলানিউজকে জানান, শিশু হাসিনার শরীরে পুরাতন ও নতুন আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সে আশঙ্কামুক্ত রয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, শিশু গৃহকর্মীকে নির্যাতনের খবরটি লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে জেনেছি। তবে নির্যাতনের ঘটনাস্থল যেখানে, সেখানেই আইনগত ব্যবস্থা নিতে হয়। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় এলে বিষয়টি পরিষ্কার জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এসআরএস