ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কায় আব্দুল (৩৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক (২৮) নামে একজন।

সোমবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ওই ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানিওয়ালা গ্রামের বাসিন্দা। আহত মানিক নিহতের সম্পর্কে ভাতিজা।

জানা গেছে, দুপুরের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আব্দুল ও মানিক। পথে ঘটনাস্থলে একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আরোহী ওই দু’জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুলকে মৃত ঘোষণা করেন। আর আহত মানিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।