পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জান্নাতুল ফেরদৌস মুনমুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
ওই গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা।
নিহত গৃহবধূ মুনমুন জেলার কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুল্লাহ জাহাঙ্গিরের মেয়ে।
সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টায় তার মরদেহটি স্বামীর বাড়ির নিজ ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ও মুনমুনের পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ বছর আগে ভাণ্ডারিয়া পৌর এলাকার কানুয়া গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সঙ্গে মুনমুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই মুনমুনকে নির্যাতন করতো তার স্বামী।
সোমবার (৩০ আগস্ট) সকালে সুমনের এক প্রতিবেশী মুনমুনের বোন স্নিগ্ধাকে জানান, ঘরের ভেতরে তার বোনের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তারা সংবাদ দিলে পুলিশ এসে ঘরের জানালা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহতের চাচা শহিদ রেজা উজ্জাব ডাকুয়া জানান, মুনমুন আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুনমুনের স্বামী সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে কিভাবে তার মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আরএ