রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তের গুলিতে থোয়াই অং প্রুগ্রী মারমা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার দুর্গম ওয়াগ্যা ইউনিয়নের কুকিমারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রুগ্রী মারমা কৃষিকাজ শেষে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আরএ