ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় মাইকিং করে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
বরগুনায় মাইকিং করে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ

বরগুনা: বরগুনা সদর মাছ বাজারে মাইকিং করে ইলিশ বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি ইলিশ ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চলতি সপ্তাহের প্রথম দিক তুলনায় দামে কম থাকায় কিনছেনও অনেকে।

সোমবার (৩০ আগস্ট) রাত ১০ টার দিকে বরগুনা পৌর শহর মাছ বাজার সামনে রাস্তার পাশে মাইকিং করে ইলিশ বিক্রি করতে দেখা যায়। আশেপাশের ব্যবসায়ী ও নিম্ন আয়ের লোকজনের সেই মাছ ক্রয়ের জন্য ভিড় লক্ষ্য করা যায়।

অনেকেই দাম কম থাকার কারণে সাধ্য অনুযায়ী মাছ কিনছে। কুয়াকাটা থেকে আসা অনেককে আবার মাছ না কিনে চলে যেতে দেখা যায়। এত কম দাম হওয়ায় নিশ্চয় কোনো সমস্যা রয়েছে, এমনটিও দাবি করেছেন দু-একজন ক্রেতা।

ইলিশ কোথা থেকে আসা বিস্তারিত জানতে চাইলে বিক্রেতা মো: শাহ আলম বলে, ভাই কুয়াকাটা মহিপুর থেকে এই মাছ এনেছি। মাছ বেশি থাকার কারণে দাম আগের তুলনায় অনেক কম।

মোশারফ ফরাজী নামে ইলিশ ক্রেতা বলেন, বাজারে এক কেজি ছোট ইলিশ কিনতে গেলেও কমপক্ষে ৪০০-৫০০ টাকা লাগে। সেখানে ৬৫০ টাকায় ৫০০ গ্রাম ওজনের ইলিশ পাচ্ছি। এটাই তো ভালো। দীর্ঘদিন কোল্ডস্টোরে থাকায় ইলিশগুলো প্রচুর ঠাণ্ডা ও অনেক শক্ত।

অসহায় ও দরিদ্র নিয়ে কাজ করা দুর্বার সংগঠনের সাধারণ সম্পাদক খান নাঈম বলেন, বর্তমান বাজার দর অনুযায়ী ৬৫০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রির প্রশ্নই ওঠে না। কেন এত কম দামে এই ইলিশ বিক্রি করছে এ বিষয়টি খতিয়ে দেখতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা গ্রুপ কোনো অসৎ উদ্দেশ্যেও কম দামে খাবার অযোগ্য ইলিশ বাজারে পাঠাতে পারে। এ বিষয়ে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহের মাছের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কম থাকলেও ইলিশের দাম একই রকম বাজার লক্ষ করা যায় কম দামে মাছ সাধারণ মানুষ খুশিতে মাছ কিনতে পেরেছি। সাগরে পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়ার কারনেই দাম কমেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।