ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা ফিরছেন মঙ্গলবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা ফিরছেন মঙ্গলবার

ঢাকা : আফগানিস্তানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি নাগরিক আগামীকাল মঙ্গলবার ( ৩১ আগস্ট) দেশে ফিরছেন।

কাবুল থেকে এসব নাগরিক বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন ।

দোহা থেকে মঙ্গলবার তারা বাংলাদেশে ফিরবেন। আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম সোমবার রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন।

এদিকে ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিন জন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘন্টা, আগস্ট ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।