নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য কাতেবর শেখ (৫৪) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমবাড়ি গ্রামের আলমগীর হোসেন ও একই গ্রামের সাবেক ইউপি সদস্য কাতেবর শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ১২ আগস্ট সকাল ১০টার দিকে কাতেবর শেখ কয়েকজন সঙ্গী নিয়ে বনগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আলমগীর গ্রুপের সমর্থকেরা হামলা চালায়। এসময় কাতেবর শেখ, মুন ও এখলাজ শেখকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত কাতেবর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেকে ভর্তি করা হয়। ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার রাত ৯টার দিকে মারা যান তিনি।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। আইন নিজ গতিতে চলবে। এ ঘটনা নিয়ে কেউ পরিস্থিতি খারাপের চেষ্টা করলে পুলিশ কঠোর হস্তে দমন করবে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
আরএ