ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গ্যারেজে গাড়ির ভেতর ২ কর্মচারীর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
গ্যারেজে গাড়ির ভেতর ২ কর্মচারীর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় একটি মোটর গ্যারেজে প্রাইভেটকারের ভেতর দুই কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গ্যারেজ মালিক তাদের গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌনে ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- কুমিল্লার লালমাই উপজেলার উৎসব কদুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সিয়াম মজুমদার (২০) ও ফরিদপুরের সদরপুর উপজেলার মুন্সিডাঙ্গা গ্রামের শেখ হানিফের ছেলে রাকিব (১৭)।

এদের মধ্যে সিয়াম সেগুনবাগিচায় কুরবান মটরসে কাজ করতেন। থাকতেন  ধোলাইপাড়ে গ্যারেজ মালিক ও তার চাচা জহিরুল ইসলামের বাসায়।

অন্যদিকে রাকিব বাচ্চু অটোমোবাইলস নামে একটি গ্যারেজে কাজ করতো। থাকতো নন্দীপাড়ায় গ্যারেজ মালিক মো. বাচ্চুর বাসায়।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা গ্যারেজ মালিক মো. বাচ্চু বাংলানিউজকে বলেন, তারা দু’জন বেশিরভাগ সময় বাসায় ঘুমালেও মাঝে মধ্যে গ্যারেজে থাকতো। গত রাতে তারা দু’জন গ্যারেজের সামনে একটি প্রাইভেটকারের ভেতর ঘুমিয়ে ছিল। সকালে সাড়ে ৯টার দিকে গ্যারেজে গিয়ে দেখি প্রাইভেটকারের ভেতর সামনের দুই সিটে পাশাপাশি ঘুমিয়ে রয়েছে তারা। তখনও গাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ও জানালা আটকানো ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করেও তাদের সাড়া পাইনি। পরে দরজা ভেঙে ভেতর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতদের শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতরা সেগুনবাগিচায় একটি গ্যারেজে গাড়ির ভেতর ঘুমিয়ে ছিল। সকালে গ্যারেজের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।