ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার কুলচারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ওই গ্রামের বগজলুর রহমান (৭০), সেলিম বিশ্বাস (৩২), হুজুর আলী (৫৫), সদবুর মিয়া (৫০), জায়বার হোসেন (২৮), রুজদার বিশ্বাস (৫০), আখের আলী (৫৫), নান্নু বিশ্বাস (৫০), রুস্তম আলী (৪০), খলিল বিশ্বাস (৩৮), হাতেম অফালীসহ (৩০) ২০ জন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের পান্নাফ মোল্লা ও সেলিম বিশ্বাসের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার ওই গ্রামের পান্নাফের সমর্থক কেদার আলীর সঙ্গে সেলিমের সমর্থক মামুদ আলীর জমি কেনা-বেচা নিয়ে বাগ-বিতণ্ডা হয়। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।