ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রংপুর সিটির প্রকৌশলী এমদাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
রংপুর সিটির প্রকৌশলী এমদাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ঢাকা: যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়ে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়ে ১১৩ কোটি ৬৯ লাখ টাকাসহ ৪৫৭ কোটি টাকার কাজে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদকে সকাল সাড়ে ১১টা থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

অনুসন্ধান কর্মকর্তা মানসী বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

এমদাদের বিরুদ্ধে অভিযোগ, পাঁচটি প্রকল্পের দায়িত্ব পালনকালে তিনি নিজের পছন্দের ব্যক্তিকে কাজ পাইয়ে দিতে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এমনকি প্রয়াত মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সই জাল করে সব টেন্ডারের নথি পরিবর্তন করে গুরুতর অপরাধ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।