ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন ড. মোমেন

ঢাকা: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

বৈঠকে ব্রেক্সিট পরবর্তী কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা নিয়ে আলোচনা হবে।

 

মঙ্গলবার (৩১ আগস্ট) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে লন্ডনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসবেন। এতে ব্রেক্সিট ও কোভিড-পরবর্তী কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা নিয়ে আলোচনা হবে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, ‘দুই বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে প্রথমবারের মতো বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে বৈঠক করবেন।  

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, কোভিড পরবর্তী ভ্যাকসিন সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্বের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশকে যুক্তরাজ্যের ট্রাভেল রেড অ্যালার্ট তালিকা থেকে বের করে আনার বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশি ব্রিটিশ প্রবাসী ও বাংলাদেশ থেকে দক্ষ পেশাজীবীদের কাজের সুযোগ নিয়েও আলোচনা করবেন তিনি।  

আগামী বুধবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রীকে হিত্র বিমানবন্দরে স্বাগত জানাবেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বর্তমানে জেনেভায় অবস্থান করছেন। আগামী বুধবার লন্ডনে পৌঁছাবেন। লন্ডন থেকে তিনি নেদারল্যান্ডসে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।