ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

দোলনার রশিতে ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
দোলনার রশিতে ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় খেলতে গিয়ে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে আফিফা নামে (৬) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মল্লিকবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আফিফা পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার দক্ষিণ সেলকাঠি গ্রামের ওয়াহিদুল ইসলামের মেয়ে ও মল্লিকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা ঘুমাচ্ছিলেন। বাবা গার্মেন্টেসে কর্মরত ছিলেন। এ সময় খেলতে গিয়ে অসাবধানতা বশত দোলনার প্লাস্টিকের রশিতে গলায় ফাঁস লেগে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শিশুটির মা সন্তানকে অচেতন অবস্থায় মাটিতে পরে থাকতে দেখেন। পরে শিশুটিকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিবারের লোকজনের কোনো আপত্তি না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।