ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

জামালপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার, আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
জামালপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার, আটক ৭

জামালপুর: জামালপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ ৭ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১ সেপ্টেম্বর) রাতে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর-ভবসুর ঠাটাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার নাছির উদ্দিন আহাম্মেদ জানান, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি দেওয়াগঞ্জসহ জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে নকল প্রসাধনী বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ডিবি পুলিশের এসআই সালেহ শাহীনের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালিয়ে মো. ফুল মিয়ার বসত ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় ১৪১ পিস নকল সানসিল্ক, ৭৫ পিস ডাভ শ্যাম্পুসহ বিভিন্ন নামিদামি ব্যান্ডের মোট ৩৫৫টি নকল শ্যাম্পু জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের নামে যথাযথ আইনে মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (উত্তর) মেহেদী হাসানসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।