ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুয়া সচিব আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুয়া সচিব আটক

ঢাকা: বাংলাদেশ রেলওয়েতে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মির্জা শফিকুর রহমান নামে এক প্রতারক আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মির্জা শফিকুর রহমান সিরাজগঞ্জ উল্লাপাড়ার জুট ইন্সপেক্টর। তিনি নিজেকে রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব জাহিদুল ইসলাম নামে পরিচয় দিতেন। রেলওয়েতে চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রত্যাশী মো. নুরুন্নবী কিরণ নামে এক ব্যক্তির সঙ্গে পাঁচ লাখ টাকার চুক্তি করে তিন লাখ টাকা নিয়ে নেন।

বিষয়টি চাকরি প্রত্যাশী নুরুন্নবীর সন্দেহ হলে তিনি তার পরিচিত সাইদ হাসান কাননকে জানান। এরপর সাইদ হাসান কানন রেলমন্ত্রীর একান্ত সচিবকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে চুক্তি অনুযায়ী বাকি দুই লাখ টাকা নেওয়ার জন্য মির্জা শফিকুরকে পুলিশ প্লাজার সামনে আসতে বলা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে পুলিশ প্লাজায় উপস্থিত হয়ে চাকরি প্রত্যাশী ও মির্জা শফিকুরকে হাতেনাতে ধরেন রেলমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সালাম। জিজ্ঞাসাবাদে তিন লাখ টাকা অগ্রিম নেওয়ার কথা স্বীকার করেছে মির্জা শফিকুর।  

এ সময় রেলমন্ত্রীর একান্ত সচিব তাৎক্ষণিকভাবে গুলশান থানায় অবহিত করলে পুলিশ এসে প্রতারক শফিকুর রহমানকে আটক করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।