ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ:  ফুলপুরে (ময়মনসিংহ) জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া পূর্বপাড়া বওলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন- মো. শুকুর মাহমুদ ওরফে শুর মামুদ (৬৫) এবং তার ছেলে মিরাস উদ্দিন (২৪)। তারা দু’জনেই পেশায় কৃষক। এ ঘটনায়তে তাদের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, কৃষক শুকুর মাহমুদ তার জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যান। এদিকে দুপুর পেরিয়ে বেলা বাড়তে থাকলেও তিনি বাড়িতে ফিরে না আসায় ছেলে মিরাস উদ্দিন তাকে খুঁজতে বিকেলে মাঠে যান। এ সময় জমিতে বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।