ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সাবেক ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় ৩ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
সাবেক ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় ৩ ডাকাত গ্রেফতার

ব‌রিশাল: বরিশালে আলোচিত ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শদকে হত্যাসহ চুরি ও ডাকাতির পৃথক দুটি ঘটনায় আন্তঃজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, গত ৩ জুলাই রাতে বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ফিশারি রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় ৫ জুলাই এয়ারপোর্ট থানায় অজ্ঞাতদের আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের হয়।

অপরদিকে একই থানাধীন কাশিপুর চৌহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের বাড়িতে ১১ আগস্ট রাতে চুরিসহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদকে হত্যা করা হয়। এ ঘটনাতেও অজ্ঞাত আসামি করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ কমিশনার বলেন, একটি ঘটনার সঙ্গে অপরটির যোগসূত্র না থাকলেও, ঘটনার কার্যপ্রণালি একই রকম হওয়ায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখাতে (ডিবি) ছায়া তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর তারা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশাদার ডাকাতদলের দুই সদস্য তরিকুল ইসলাম শাকিব (২৮) ও আলমগীর হাওলাদারকে (৪০) বরিশাল নগরের শের-ই-বাংলা সড়ক এলাকা থেকে গ্রেফতার করে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দুটি ঘটনার সঙ্গে তারাসহ তাদের গ্রুপের অন্য সদস্যরাও জড়িত রয়েছেন। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলা থেকে ডাকাত দলের অপর সদস্য জামালকে (৪২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘরভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন ডাকাত সদস্যকে এয়ারপোর্ট থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক এ আর মুকুল।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।