নীলফামারী: ছোট মমতাজ খ্যাত নীলফামারীর আঞ্চলিক সঙ্গীত শিল্পী আঞ্জুয়ারা শেখ ওরফে সুমির (২৬) সন্ধান মিলছে না। তার অবস্থান কিংবা মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারেনি পরিবারের কেউ।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে নীলফামারী জেলা সদরের টেক্সটাইল মিল এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে যায় তরুণ সঙ্গীতশিল্পী সুমি। এরপর থেকে তিনি নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো তথ্য না পাওয়ায় ৩০ আগস্ট নীলফামারী থানায় সাধারণ ডায়ারি করেন সুমির বাবা উজির আলী।
বাবা উজির আলী বাংলানিউজকে বলেন, সে যেখানে থাকুক না কেন, তার সঙ্গে কথা বলতে পারলে টেনশন থেকে বিরত থাকবেন পরিবারের সদস্যরা। কারণ নিশ্চিত হতে পারবো সে কোনো না কোনো স্থানে রয়েছে। কিন্তু কোনো যোগাযোগ বা কথা হচ্ছে না তার সঙ্গে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বাংলানিউজকে জানান, জিডি হওয়ার পর থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। দেশের বিভিন্ন থানায় মেসেজ দেওয়া হয়েছে। প্রযুক্তির সাহায্য নিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এনটি