বাগেরহাট: বাগেরহাটের রামপালে একনলা একটি পাইপগানসহ মো. জিয়াদ গাজী (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপজেলার কৈগরদাসকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জিয়াদ একই গ্রামের মো. মনসুর গাজীর ছেলে।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কৈগরদাসকাঠি গ্রামে অভিযান চালিয়ে জিয়াদকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় দেশি তৈরি একটি একনলা পাইপগান, এক রাউন্ড কার্তুজ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে রামপাল থানায় তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসআরএস